নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণে বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতাকে অর্থদন্ডসহ কারাদন্ড এবং বর ও ঘটককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দীন এ দন্ডাদেশ দেন।
জানা যায়, ১০ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামের দেলোয়ার হোসেন তার ১৫ বছর বয়সী মেয়ের সাথে একই ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের জুলফু মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো: মোতালেবের (৩৪) বিয়ের আয়োজন করেন। দুপুর সাড়ে ১২টায় কনের বাড়ীতে পৌছে বর। খবর পয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে যান উপজেলা নির্ব্হাী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দীন। তিনি বর-কনেসহ উভয়ের পরিবারের সাথে কথা বলেন। এরপর কনের জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করে ও উভয় পক্ষের স্বীকারোক্তি অনুযায়ী বাল্য বিয়ে প্রমানিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে নিরোধ আইনে কনের পিতা দেলোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড, বর মো: মোতালেবকে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং কনে পক্ষের ঘটক উপজেলার গজারিয়া গ্রামের ছাদেকুর রহমানের ছেলে স্থানীয় শীষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিমকে ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। বিকালে পুলিশ কনের পিতাকে শ্রীঘরে প্রেরণ করেছে।