নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেছেন, কোন ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী যেনো দলে ঢুকে না পড়ে। দলে কোনো দুবৃত্তের প্রয়োজন নেই। সৎভাবে রাজনীতি করলে মানুষ অন্তর থেকে শ্রদ্ধা সম্মান করবে। এর চাইতে বড় সম্পদ আর কি হতে পারে?
আদর্শবান নেতাকমী প্রয়োজন। জি কে শামীমদের মতো নেতাদের আদর্শ নেই। তারা সম্মানের সাথে মরে না। গতকাল চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এডভোকেট খসরু বলেন, আওয়ামী লীগের প্রধান যোগানদাতা হলো ছাত্রলীগ। তাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ নেতাদের অনুরোধ করবো- কর্মী রিক্রোট করার সময় যাচাই-বাছাই করবেন।যেন কোন ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী যেনো দলে ঢুকে না পড়ে। দলে কোনো দুবৃত্তের প্রয়োজন নেই।