লালমাই থানা পুলিশের তৎপরতায় বাড়ী ছেড়ে পালানোর ৪ ঘন্টার মধ্যে ইমন নামে এক শিশু সন্তানকে ফিলো পেল তার পরিবার। শুক্রবার বেলা ১১টায় ইমনকে তার পিতার কাছে হস্তান্তর করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব।
ইমনের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের রুহুল আমিন মজুমদারের ছেলে ইমন মজুমদার (১০) স্থানীয় রানীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে পড়ে। শুক্রবার সকালে পড়তে না বসায় ইমনকে বকাবকি করে তার পিতা। এরপর অনুমান সাড়ে ৬টায় পিতার সাথে অভিমান করে ইমন বাড়ী থেকে পালিয়ে লালমাই উপজেলার বাগমারা চলে যায়। নিদিষ্ট গন্তব্য না থাকায় ইমন দিশেহারা হয়ে পড়ে। সকাল অনুমান ৭টায় বাগমারা দক্ষিণ ইউনিয়নের ফতেহপুর গ্রামস্থ রেল লাইনের (ঢাকা-চট্টগ্রাম রেলপথ) পাশে ইমনকে কাঁদতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লালমাই থানার সেকেন্ড অফিসার সরজিৎ কুমার দে শিশুটিকে উদ্ধার করে থানায় নিলে সে তার নাম ঠিকানা প্রকাশ করে। লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব চৌদ্দগ্রাম থানা পুলিশ ও কাশিনগর ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে ইমনকে শুক্রবার সকাল ১টায় তার পিতার কাছে হস্তান্তর করে। ইমনের পিতা রুহুল আমিন পুলিশের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার এক ছেলে, এক মেয়ে। বাড়ী থেকে পালানোর পর আমি অনেক জায়গায় খবর নিয়েছি। লালমাই থানা পুলিশের তৎপরতায় আমি আমার একমাত্র ছেলেকে ফিরে পেয়েছি।