শুক্রবার বেলার পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মানিককান্দি গ্রামে একটি বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-৫২৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নারী শিশু সহ প্রায় চল্লিশ জন আহত হয়। স্থানীয় ফারুক খান সহ এলাকার লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান- এ ঘটনায় মোট ষোল জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।।
দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ ফয়েজ আহমেদ জানান- দূর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে নরমাল ক্রেন দিয়ে বাসটি তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে হাইড্রোলিক ক্রেনসহ বাসটি উদ্ধার করেন। বাসটি ঢাকা থেকে গৌরীপুর হয়ে মতলব যাচ্ছিলো।
যাত্রীরা জানায় - দূর্ঘটনার সময় চালক মোবাইলে কথা বলতে ছিলো এবং একহাতে গাড়ি চালাচ্ছিলো। গাড়ীতে সিটের বাইরেও ২৫/৩০ জন লোক ছিলো বলে তারা জানায়।।