কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় বাংলাদেশ খেলাফত মজলিশ নেতা আলহাজ্ব মোস্তফা কামাল (৫০) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই দুর্ঘটনার পর শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে তার।
নিহত মোস্তফা কামাল চান্দিনার বাড়েরা গ্রামের আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম ফারুকীর বড় ছেলে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের ছোট ভাই ফয়েজ উল্লাহ জানান, বুধবার রাতে তিনি মাধাইয়া রাত্রিযাপন শেষে ভোরে বাড়ি আসার উদ্দেশ্যে মহাসড়ক পারাপর হওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দেয়। এসময় মারাত্মক আহতাবস্থায় প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু ঘটে।
শুক্রবার রাত ৯টায় বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রিয় কমিটির ওলামা বিষয়ক সম্পাদক মাও. নোমান মাজহারী সহ নেতৃবৃন্দ।