কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা ফাঐ এএফএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওই কমিটি ঘোষণা করা হয়।
এতে হাজী মো. জামাল উদ্দিনকে সভাপতি, আব্দুল মালেক কে সিনিয়র সহ-সভাপতি এবং মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা মনিরুল হক মনু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ প্রমুখ।