জাপানে ভয়াবহ টাইফুন হাগিবিসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে ১২ জন।
টাইফুনের সময় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়েছে।শনিবার সন্ধ্যায় টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল দিয়ে স্থলে উঠে এসে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে তাণ্ডব চালায়।
কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এ টাইফুনটির কেন্দ্র সরাসরি রাজধানী টোকিওর ওপর দিয়ে এগিয়ে যায়। টাইফুন হাগিবিসে আহতের সংখ্যাও দুই শতাধিক। হনশু দ্বীপের উত্তরপূর্বাঞ্চলীয় ৫২টি নদীর পানি বেড়ে বন্যা হয়েছে।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ৬৫ লাখ ডলার ব্যয় করবে বলে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন। কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে, গত এক শতাব্দিতে এত ভয়াবহ টাইফুনের শিকার আর হয় নি জাপান।