সরকারি মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশনের আইপিও বাতিল হচ্ছে না।
বন্ড মার্কেটের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিশেষ ক্ষমতা বলে এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভার মাধ্যমে প্রতিষ্ঠনটিকে পাবলিক ইস্যু রুলসের কিছু ধারা বাস্তবায়নের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার কমিশন সভা করে প্রতিষ্ঠানটির আইপিও বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ বিষয়ে কমিশন সভার পর নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ২সিসি-তে প্রদত্ত ক্ষমতাবলে আশুগঞ্জ পাওয়ারকে পাবলিক ইস্যু রুলস, ২০১৫ এর রুল ৩(৩)(বি), রুল ৬(১) পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এই আইনে আইপিওতে কমপক্ষে ৬৫ শতাংশ আবেদন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া রুল ৭(২) এ উল্লেখিত প্রসপেক্টাসের সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশের ২৫ দিন পরে এবং ২৫ কার্যদিবসের মধ্যে আবেদন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে কমিশন। এই অব্যহতি দিয়ে কোম্পানিটিকে অনুত্তোলিত অংশের চাঁদা সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।