চান্দিনা প্রতিনিধি। ।
কুমিল্লার চান্দিনায় সালিশী বৈঠকে অবৈধভাবে ধার্যকৃত জরিমানা দিতে অস্বীকার করায় এক পরিবারকে ঘরে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটেছে শনিবার ( ১৯ অক্টোবর) দিবাগত রাতে চান্দিনা উপজেলার তেঘরিয়া গ্রামে মনিরুল ইসলামের বাড়িতে। পরে রাত সাড়ে ৪টায় ৯৯৯ কল দিলে ভোর ৫টায় চান্দিনা থানা পুলিশ ঘরের তালা ভেঙ্গে মনিরুল এবং তার স্ত্রী, কন্যা ও নাতি সহ ৫/৬জনকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, সালিশ দরবারে মনিরুল ইসলামের পরিবারকে জরিমানা করায় ওই এলাকার মেম্বার মনিরুল ইসলাম এর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মেম্বারের সাথে ওই পরিবারের বাক বিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ওই পরিবারটি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করলে ভোরে আমাদের থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে।