বরুড়া প্রতিনিধি । ।
কুমিল্লার বরুড়ার চন্ডিপুর নামক স্থান থেকে মাছ বোঝাইকৃত পিকআপভ্যান সহ তিন ছিনতাইকারিকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১.০০ টার দিকে লালমাই থেকে মাছ বোঝাইকৃত একটি পিকআপভ্যান (চট্টমেট্টো-ম-১১০১৪১) ছিনতাই করে বরুড়া লালমাই সড়কের চন্ডিপুর নামক স্থানে আসলে স্থানীয় জনতা তিন দস্যু সহ ভ্যানটি আটক করে। দস্যুরা হলেন, সদর (দঃ) উপজেলার বড় ধর্মপুর গ্রামের মুনছর আলী ছেলে মো. আলম (২৮), একই গ্রামের মৃত- আরব আলীর ছেলে নেয়াব আলী (৪৫), একই উপজেলার রতনপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে সৈকত (২৭)। খবর পেয়ে বরুড়া থানার এ এস আই খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে বরুড়া থানায় নিয়ে আসে। পুলিশ দস্যুর ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদের নিকট হতে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, পিকআপভ্যানের ১ টন মাছ জব্দ করে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া বলেন, তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার কুমিল্লা জেল হাজতের প্রেরন করা হয়।