নিজস্ব প্রতিবেদক। । সদর দক্ষিণের ভারতীয় সীমান্তবর্তী রাজেশপুর থেকে সাইফুল ইসলাম (৩২) নামের এক দর্জি মাষ্টারের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত দর্জি মাষ্টার সাইফুল ইসলাম খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গড়গড়িয়া গ্রামের মো: আইউব আলীর ছেলে। সাইফুল ইসলামের পিতা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার ফুফাত ভাই জয়নাল আবদীন ভুঁইয়া সোমবার বিকালে বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা ও লাশ গুমের অপরাধে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা (নং ৩৫, তাং ২১/১০/১৯ইং) দায়ের করেন। মামলার বিবরনে জানা যায়, নিহত সাইফুল ইসলাম কুমিল্লার বিভিন্ন দোকানে দর্জির কাজ করত। সর্বশেষ গত কোরবানীর ঈঁদের ৭/৮ দিন পর সে বাড়ী থেকে কুমিল্লায় আসে দর্জির কাজ করতে। বাড়ীতে পিতা-মাতা ছাড়াও তার এক স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। ১৮ অক্টোবরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন খোঁজখবর নেয়। সোমবার সকালে স্যোসাল মিডিয়ায় লাশ উদ্ধারের খবর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে গিয়ে তার আত্মীয়স্বজনরা লাশ সনাক্ত করে।
মামলার বাদী জয়নাল আবদীন ভুঁইয়া কুমিল্লার কাগজকে বলেন, লাশের শরীরে মারধরের চিহৃ রয়েছে এবং বাম কানে রক্ত ক্ষরণ হচ্ছে।
কুমিল্লা সদর দক্ষিণ পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর বলেন, ভারতীয় সীমান্তের ১০/১৫ গজ অভ্যন্তর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করেছে।