নিজস্ব প্রতিবেদক । ।
কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) সাখাওয়াত হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দীন চাষী, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম, বিজয়পুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, জোড়কানন পূর্ব ইউপি চেয়ারম্যান হারিস মিয়া, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়াহেদ মজুমদার, সাধারন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য পরিবহন ব্যবসায়ী দুলাল হোসেন অপু, ২২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শিমুল ঘোষ, যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, ভুলু, কবির খান প্রমুখ। প্রধান অতিথি সৈয়দ নুরুল ইসলাম বলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বদলি হয়ে নাঙ্গলকোটে যাচ্ছেন। আমি বিশ্বাস করি সে সেখানেও ভাল করবে। মামুন একজন সফল পুলিশ কর্মকর্তা। ময়মনসিং জেলার ভালুকায়ও সে শ্রেষ্ট অফিসার ইনচার্জের স্বীকৃতি পেয়েছিল। বিশেষ করে গ্রাম পুলিশ কে দিয়ে পুলিশিং কার্যক্রমে সে সব সময় সফল। এর আগে পুলিশ সুপার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন গোলঘর, মৌকিত গ্যারেজ উদ্বোধন করেন।