এ,বি,এম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বারে তিন ব্যবসা প্রতিষ্ঠানের সাটারের তালা ভেঙ্গে চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। ওই ঘটনায় ব্যবসায়িরা আতঙ্কিত। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে। রোববার সকালে নিউমার্কেট কলেজ রোডের খালেক প্লাজার ‘খাদি মহল’, গ্রীণ সুপার মার্কেট’র ‘শহীদ কম্পিউটার’ এবং শান্তি রোডের ‘আয়শা সুপার সপ’র মালিকগন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এসে তালা ভাঙ্গা এবং দোকানের ক্যাশবাক্স সহ আলমিরা ও সুকেসের মালামাল এলোমেলো দেখে পুলিশকে খবর দেন।
‘খাদি মহল’র মালিক মোঃ নজরুল ইসলাম জানান, সকালে দোকানের তালা খুলতে এসে দেখি দোকান খোলা তালা নেই, ক্যাশ বাক্স এলোমেলো, ক্যাশে ২৬হাজার ১৩২টাকা ছিল, ওগুলো নিয়ে গেছে তবে কাপড় চোপর কি নিয়েছে তা অনুমান করতে পারছিনা। ‘শহীদ কম্পিউটার’ মালিক গোলাম রাব্বী জানান, আমার দোকানের সবকটি তালাই নিয়ে গেছে। ক্যাশ থেকে বিকাশের ৪/৫হাজার টাকা এবং প্রায় ২হাজার টাকা মূল্যের ফ্যাক্সিলোডের কার্ড নিয়ে যায়, তিনি আরো জানান, এপর্যন্ত তার দোকান ৩বার চুরি হয়েছে। উন্নত তালা এবং ডবল সাটার লাগিয়েও চোরদের হাত থেকে রেহাই পাচ্ছিনা। একই কথা জানালেন, ‘আয়শা সুপার সপ’র মালিক জাহাঙ্গীর আলম তার দোকানের দুটি সাটারের তালাগুলো নিয়ে গেছে, ক্যাশ থেকে প্রায় ৪/৫ হাজার টাকা এবং ফ্যাক্সিলোড ব্যবহরের একটি টাচ মোবাইল চুরি হয়েছে।
গ্রীণ সুপার মার্কেট’র মালিক জালাল খান জানান, এতোগুলো নৈশ প্রহরী এবং সি,সি ক্যামেরা থাকা স্বত্বেও মার্কেটে প্রায়ই চুরি হচ্ছে, ফলে ব্যবসায়িরা থাকতে হচ্ছে আতঙ্কে। চুরির সংবাদে প্রতিবারই পুলিশ আসে তথ্য নেয়া পর্যন্তই শেষ।
দেবীদ্বার থানার ফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে চোরদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
দেবীদ্বারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
