নিজস্ব প্রতিবেদক ||
ধানমন্ডি থানায় মাদক আইনে করা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে র্যাব। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-২ এর উপপরিদর্শক জসীম উদ্দীন তাকে কারাগারে রাখার আবেদন করে প্রতিবেদন দাখিল করেন। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া তার চিকিৎসার জন্য আবেদন করলে আদালত কারাবিধি অনুসারে চিকিৎসার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালায় র্যাব। অভিযান শেষে রাতে এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল জানান, অভিযানের সময় শফিকুলের কাছে সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে। বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের ইয়াবা পাওয়া যায়নি। এ ইয়াবায় কোনো গন্ধ নেই। এটা নতুন আবিষ্কার।
গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কারাগারে কলাবাগানের শফিকুল
