কুমিল্লার বুড়িচংয়ে চানাচুর কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ‘জাহিদ চানাচুর কারখানায়’ এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল মুরাদনগর উপজেলার চৌহদ্দি গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাইফুল রাতের শিফটে কাজ করার জন্য কারখানায় প্রবেশ করে। রাত ৮টার দিকে চানাচুর ভাজতে থাকা অবস্থায় পাশে থাকা ইলেকট্রিক মোটরের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে সাইফুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।