কুমিল্লার বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না... রাজিউন) । গতকাল শনিবার সকালে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিকস, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় আড়াইবছর পূর্বে তাঁর স্ত্রী মারা যান।
কমান্ডার বাবুলের শোক প্রকাশ:
কুমিল্লা মহানগরীরর কাশারীপট্টি নিবাসী বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ এবং চর্থা নিবাসী বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদের মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গভীর শোক এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কমান্ডার সফিউল আহমেদ বাবুল।