শুক্রবার (১৮ অক্টোবর) কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ১২ হাজার ৩৪৮ শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।
পরীক্ষা দিতে আসা যেসব শিক্ষার্থী খুলনা শহরে থাকার জায়গা পাবেন না তাদের জন্য ওই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
ম্যানেজার শামীম হোসেন জানান, কুয়েটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা যারা এখনও আবাসন ব্যাবস্থা করতে পারেননি, তাদের জন্য হোটেলের ব্যাংকোয়েট হলে এবং কনফারেন্স রুমে ফ্রি থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ছেলে ও মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
কুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ১৬টি বিভাগে ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বিপরীতে ১২ হাজার ৩৪৮ শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জায়গার সংকুলান হওয়ার মতো আবাসিক হোটেলের সংখ্যা খুলনায় নেই। একটি আসনের বিপরীতে প্রায় ১২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।