নিজস্ব প্রতিবেদক ।।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকির বাজার রেজভীয়া মার্কেটের কয়েকটি দোকান নিয়ে আদালতে চলমান মামলার রায় আসার আগেই কাশেম ও বাবুলের নেতৃত্বে জোর পূর্বক দখলের চেষ্ঠা চালায়। পুলিশ এসে মার্কেটের সামনে নামা মাত্রই ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট,সাংবাদিক এবং বাবুলসহ তাদের বাহিনী পালিয়ে যায় |
স্থানীয় সুত্র জানায়, বুড়িচং উপজেলার ফকির বাজার রেজভীয়া মার্কেটের জমি নিয়ে মোঃ ফারুক হোসাইন রেজভী ও জয়নাল আবদীনের সাথে কয়েক বছর যাবত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে জয়নাল আবদীনের ভাই কাশেম ও বাবুল (৪৫) মার্কেটের দোকান দখল করার জন্য এক জন মহিলা ও কয়েক জন সাংবাদিক নিয়ে মার্কেটে উপস্থিত হয়। এ সময় কাশেম মার্কেটের ভাড়াটিয়া হোটেলের মালিক মহিউদ্দিনকে হোটেলে মালপত্র নিয়ে চলেযেতে বলে , এসময় এক মহিলাকে দেখিয়ে বলেন, ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক আছে, আমাদের কাছে আদালতে রায় আছে, এখনি উচ্ছেদ অভিযান চলবে।
এ সময় হোটেল মালিক মহিউদ্দিন দোকান মালিক মোঃ ফারুক হোসাইন রেজভী কে মোবাইল ফোনে ঘটনার কথা জানায়। এ ঘটনায় ক্ষিপ্ত হইয়া মহিউদ্দিনকে মারধর শুরু করে কাশেম ও বাবুলদের সহযোগিরা। খাবার হোটেল এবং পাশ্ববর্তী ফার্নিচার দোকানে হামলাচালায়। দোকানের বিভিন্ন আসবাপত্র ভাংচুর করিয়া দোকানের মালামাল এবং সাইন বোর্ড বাহিরে ফেলিয়া দেয়।
দোকানদার সফিকুল ইসলাম জানান, খাবার হোটেল এবং আমার ফার্নিচার দোকানের মালামাল বাহিরে ফেলে দিয়ে আমার পাশের দোকান ভাঙ্গার জন্য যাওয়ার সময় প্রথমে মার্কেটের মালিক এবং কিছুক্ষণ পর পুলিশ এসে মার্কেটের সামনে নামা মাত্রই ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট,সাংবাদিক এবং বাবুলসহ তাদের বাহিনী পালিয়ে যায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে কাশেমকে আটক করে থানায় নিয়ে যায়।