গরমে বাইরে কাজ নিষিদ্ধ করল কুয়েত
Published : মে ৩১, ২০১৭ at ৭:৩৯ অপরাহ্ণকুয়েতে গরমের সময়ে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। কোনো কোনো সময় ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। এতে বিভিন্ন পেশায় খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের নাভিশ্বাস ওঠে। বিষয়টি মাথায় রেখে গরমের সময় বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘরের বাইরে কাজ নিষিদ্ধ করেছে কুয়েত সরকার।
খোঁজ নিয়ে জানা যায়, কুয়েতে হাট-বাজার, রাস্তাঘাট পরিষ্কারের কাজে নিয়োজিত আছেন অসংখ্য শ্রমিক। মরুভূমিতে উট কিংবা দুম্বা চরানোর দায়িত্বও পালন করেন অনেকে। প্রচণ্ড গরমে এসব শ্রমিকের কষ্টের বিষয় মাথায় রেখে বাইরে কাজ না করানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।
কুয়েতের জনশক্তিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল আল-মোততাহা বলেন, পয়লা জুন থেকে আগস্ট পর্যন্ত সরকারের এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের বিষয়টি মেনে চলার তাগিদ দিয়েছেন।