Responsive image
Print Friendly, PDF & Email

ঈদ এলো ঈদ

Published : জুন ২৫, ২০১৭ at ৮:৫৮ অপরাহ্ণ
Print Friendly, PDF & Email

eid

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের একথা জানান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারা দেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে।

ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানের পুরো মাস রোজা পালনের পর এখন জামাতে ঈদের নামাজ আদায়ের অপেক্ষায় রয়েছেন। ধনী-গরিব, বড়-ছোট সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করবে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে এরই মধ্যে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সার্বিক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে নামাজ আদায়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মুসল্লিদের নিরাপত্তায় নিয়েজিত থাকবেন।

আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান।

কুমিল্লার মহানগরীর যে সকল ঈদগায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তার সময়সূচি নি¤েœ দেয়া হলো। বিষ্ণুপুর ঈদগাহ সকাল সাড়ে ৮টা, নূরপুর গুধির পুকুরপাড় ঈদগাহ সকাল ৯ টায়, উত্তর চর্থা রেজা শাহ বোগদাদী (র:) ঈদগাহ সকাল ৯টা, কুচাইতলী উজির দিঘিরপাড় ঈদগাহ সকাল ৯টা (যদি বৃষ্টি থাকে কুচাইতলী গাউছুল আজম জামে মসজিদে জামাত হবে ৯টায়), দারগাবাড়ি জামে মসজিদ সকাল ৯ টা, গোবিন্দপুর শাকতলা ঈদগাহ সকাল ৯ টা, ঝাউতলা জামে মসজিদ (ছাতা মসজিদ) সকাল ৮টা ১৫ মি., পুলিশ লাইন জামে মসজিদ সকাল ৯ টা, কুমিল্লা ইপিজেড মসজিদ, বেপজা মসজিদ, মধ্যম আশ্রাফপুর সকাল সাড়ে ৮টায়, অশোকতলা জামে মসজিদ সকাল ৯ টা, দিশাবন্দ উজির দিঘিরপাড় ঈদগাহ সকাল ৮টা, কাপ্তানবাজার পাক্কার মাথা জামে মসজিদ ও ঈদগাহ সকাল ৯টা, রেইসকোর্স নূর মসজিদ সকাল ৮টায়, উত্তর ঠাকুরপাড়া আল আমিন জামে মসজিদ সকাল সাড়ে ৮ টা, বউবাজার লিটল মুন স্কুল এন্ড কলেজ মাঠ সকাল ৯টা, শাসনগাছা বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন ইদগাহ সকাল সাড়ে ৮টা, কাপ্তান বাজার কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ (বেপারী পুকুরপাড়) প্রথম জামাত সাড়ে ৮টা ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টা, দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় জামে মসজিদ প্রথম জামাত সকাল ৮টা ও ২য় জামাত ৯ টা (বৃষ্টি না থাকলে চর্থাস্থ ঢুলিপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়), থিরাপুকুরপাড় বড় মসজিদ সকাল সাড়ে ৮টা, দক্ষিণ চর্থা কালু মিয়া জামে মসজিদ সকাল ৯টা, বড়পুকুর পাড় জামে মসজিদ সকাল ৯টা, অজিতগুহ কলেজ মাঠ সকাল সাড়ে ১০টা, শুভপুর ঈদগাহ সকাল সাড়ে ৮টা, ট্রমা হসপিটালের সাথে নজরুল এভিনিউ মসজিদুল কোব্বা সকাল ৮টা, দক্ষিণ রসূলপুর ডুলিপাড়া পূর্বপাড়া বড় মসজিদ সকাল ৯ টা,  ২য় মুরাদপুর নতুন জামে মসজিদ সকাল ৯টা, বুড়িচং নানুয়ার বাজার ঈদগাহ ময়দান সকাল ৯টা, কালুমিয়া মসজিদ সকাল ৯টা, মুনসেফবাড়ী জামে মসজিদ সকাল ৯টা, কুমিল্লা শিক্ষাবোর্ড জামে মসজিদ সকাল সাড়ে ৮টা, দিশাবন্দ-উজির দীঘির পাড় ঈদগাহ সকাল ৮টা ও পাথুরিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

Poll

[ poll id=1638]
Comilla (Bangladish)
Today
Rainy
Wind : 2.5 km/h
Humidity : 98%
24°C
  • Tuesday Tomorrow 24 °C
  • Wednesday   25 °C
Weather Layer by www.BlogoVoyage.fr